বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বখাটে যুবকের লাথিতে মাছ বিক্রেতা ফারুক মিয়া(৫৫) নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে নিহতের বড় ছেলে মফিজুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসী রাসেলকে আসামী করে ওই মামলাটি দায়ের করেন। যার নং ৫৭(০৭)১৬ইং। মামলায় উল্লেখ করা হয়,শনিবার বিকেল ৫টায় সে ফারুক এবং ওই এলাকার নূর হোসেন ও সালাউদ্দিন সকাল থেকেই লুডু খেলা শুরু করে। আধাঘন্টা পর দেলোয়ার ও সালাউদ্দিন খেলা থেকে বিরত থাকে। এ সময় নুরুন্নবীর ছেলে রাসেল টাকা দিয়ে লুডু খেলার নূর হোসেনকে চাপ দেয়। ফারুক রাসেলকে টাকা দিয়ে খেলতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। তর্কাতর্কি থেকে হাতাহাতিতে রূপ নিলে এক পর্যায়ে বখাটে রাসেল ক্ষিপ্ত হয়ে ফারুকের অন্ডকোষে সজোরে লাথি মারে। এতে সঙ্গে সঙ্গে ফারুক মাটিতে লুটিয়ে কাতরাতে থাকে। এ সময় উপস্থিত লোকজন ফারুক মিয়াকে ধরাধরি করে মদনপুর ঈশাখাঁ জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শণ করেন।