বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে শুক্রবার রাত ১০ টায় পাইকপাড়া ইয়াবা ও হেরোইনসহ কূখ্যাত মাদক সম্রাট বিলাই বাবু ও তার সহযোগী হাসানকে গ্রেফতার করে।
শনিবার সকাল ১১টায় গণমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে শাহ্ শিবলী সাদিক জানান, নারায়নগঞ্জ জেলার সদর থানাধীন পাইকপাড়া এলাকায় বাবু নামের কূখ্যাত মাদক ব্যবসায়ীর বসত ঘরে কতিপয় ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হর হামেশাই মাদক দ্রব্য (ইয়াবা ট্যাবলেট ও হেরোইন) এর ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময়ে ঐ এলাকায় মাদক বিরোধী অভিযান চলমান থাকলেও আসামী সুকৌশলে ধরা ছোয়ার বাহিরে থেকে যায়। কিন্তু র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে এবং ২৯ জুলাই ২০১৬ তারিখ সাড়ে ৯ সময় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আসামীর বসত ঘরে মাদক (ইয়াবা ট্যাবলেট ও হেরোইন) ক্রয় বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইপূর্বক র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের কোম্পানী অধিনায়ক এএসপি শাহ্ শিবলী সাদিক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ২৯/০৭/২০১৬ তারিখ রাত ১০টায় সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সু-কৌশলে আসামীর বসত বাড়ী ঘেরাও করে মাদক বিরোধী অভিযান পরিচালনার মাধ্যেমে বসত ঘরের মধ্যে তল্লাশী করে আসামীদের দখল হতে ৭২৪ (সাতশত চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল সেটসহ আসামী (১) মোঃ বাবু মিয়া (৫০), পিতা-মৃত বরজাহান মিয়া, (২) মোঃ হাসান মাহমুদ (৩৫), পিতা-মৃত সুরুজ মিয়া, উভয় সাং-পাইকপাড়া, (ডাঃ এম আর খানের বাড়ীর পাশে), থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদের গ্রেফতার করেন। আসামীরা এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে যুব সমাজ ধ্বংস করে আসিতেছিল এবং নারায়নগঞ্জ শহরে আসামী বাবু মাদক ব্যবসায়ীদের ডিলার। বাবুকে ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করলেও আসামীরা সকলের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা করে আসিতেছিল কিন্তু মাদক ক্রয় বিক্রয়ের সময় র্যাবের হাতে বাবু ও তার সহযোগী গ্রেফতার হন। উদ্ধারকৃত মাদক (ইয়াবা ট্যাবলেট ও হেরোইন) এর আনুমানিক মূল্য ১,৮১,২০০/- (একলক্ষ একাশি হাজার দুইশত) টাকা। আসামীদের বিরুদ্ধে নারায়নগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।