বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ডক শ্রমিক ফয়সাল হত্যাকান্ডকে ঘিরে নানা তথ্য উদঘাটিত হতে শুরু করছে। হত্যাকারীদের হত্যার ধরণ যেন ছবির কাহিনীকেও হার মানাতে চলেছে। ফয়সালকে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ছিল নবীগঞ্জ রেললাইন এলাকার গোলাম হোসেনের ছেলে তানজিল। নিজের আধিপত্য অটুট রাখতেই সাজেন ওরফে বেয়াদব সাজেন বাহিনীর বিরোধকে পূঁজি করে তাদেরকে দিয়ে ঠান্ডা মাথায় এ হত্যাকান্ডটি ঘটানো হয়। হত্যার ৩দিন পূর্বে সাজেন বাহিনী ফয়সালের বাড়িতে কাফনের কাপড় ও মুর্দারের গায়ে মাখার খুশবু আতর পাঠায়। কাফনের কাপড় ও আতরের বোতল দেখে ফয়সালের মা কিছুটা চমকে উঠলেও ফয়সাল বিষয়টিকে আমলে নেয়নি। একপ্রকার ফিল্মীস্টাইলেই হত্যা করা হয় ফয়াসলকে। ফয়সালের হত্যাকান্ডকে ঘিরে গোটা শান্তিবাগ ও তার আশ পাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের মতে,ফয়সাল অত্যন্ত ন¤্র ভদ্র এবং শাান্তিপ্রিয় তরুন হিসেবে এলাকায় বেশ পরিচিতি ছিল। কিছুদিন পূর্বে মাদকবিরোধী একটি সমাবেশও করে ফয়সাল। প্রসঙ্গতঃ মাদক বিরোধী সমাবেশের কারণেই তাকে খুন করা হলো কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা দরকার।