বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জ জোবেদা টেক্সটাইলে শিশু শ্রমিক সাগর বর্মনের হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের উদ্যোগে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আনন্দ কুমার এর সভাপতি উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ঠান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি গৌপিনাথ সাহা, মহানগর এর সভাপতি লিটন পাল, সাধারণ সম্পাদক প্রদিপ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, ছাত্র যুব ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি লিটন কর্মকার , সহ সভাপতি বিপ্লব সাহা, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মিলন সরকার, সদস্য অরুণ দাস, রাজন চন্দ্র দাস, বাদল রায়, অরুণ দেবনাথ প্রমূখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন স্থানে আজ সংখ্যালুঘদের উপর নির্যাতন ও হত্যা করা হচ্ছে। গত ২৪ জুলাই রুপগঞ্জ উপজেলা যাত্রামুড়ায় জোবেদা টেক্সটাইল মিলে কর্মরত শ্রমিক সাগর বর্মনকে পায়ুপথে কমপ্রেসার মেশিনের সাহায্যে শরীরের ভিতরে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। এই এক সংখ্যালঘু শিশু শ্রমিককে হত্যা করেছে। কিছু দিন আগে ঝিনাইদহ জেলা সিদ্ধিস¦রী মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল ও বগুড়ার এক পুরোহিতকে হত্যা করা হয়। এ দেশে সংখ্যালঘুদের কোন নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই মসজিদের ইমামেরও। বিগত দিনের প্রতিটি সংখ্যালুঘদের উপর নির্ভর নির্যাতনের কোন একটির ও সঠিক বিচার সরকার করতে পারেনি। যদি ঐ সব বিচার সঠিকভাবে তদন্ত করে বিচারের ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আজ নারায়ণগঞ্জের রুপগঞ্জ জোবেদা টেক্সটাইলে শিশু শ্রমিক সাগর বর্মন হত্যা করার সাহস পেত না। এই সাগর বর্মন কিন্তু সংখ্যালঘু শিশু শ্রমিক। আমরা বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে অতি দ্রুত সাগর বর্মন হত্যা কারীদের বিচারের দাবি জানাচ্ছি এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানাই। আর সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতনের বিচার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে । তা না হলে আমরা নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের সকল সংখ্যালঘুদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করবো।