বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের জালকুড়ি পঞ্চিম পাড়া এলাকার ৯ নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এর কার্যালয়ে ভিত্তি প্রস্তর স্থাপন’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন যুদ্ধকালীন কমান্ডার ও ৯নং ওয়ার্ড ইউনিট এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. আলী হোসেন এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদও ডেপুটি কমান্ডার মো. আবদুল মালেক, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ সভাপতি আফসার উদ্দিন , মহিলা কাউন্সিলার রেহেনা পারভীন, রেজাউল করিম কুদরত, বীরমুক্তিযোদ্ধা মো. আলী মাষ্টার, ইমতিয়াক উদ্দিন মাষ্টার, বদিরুজ্জামান বদু, মোমের চৌধুরী, মিজানুর রহমান, আবদুল মালেক, সিরাজুল ইসলাম মেম্বার, সিরাজ উদ্দিন দেওয়ান, সাহেব আলী, আলমাছ আলী, মোহর আলী, মো. আলী, মোতালেব মিয়া, ওহাব আলী, সামসুল হক, মনির মাষ্টার, বাবুল প্রধান, ইব্রাহিম প্রধান, আহমদ আলী মোল্লা।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. আলী হোসেন বলেন আমরা সকল মুক্তিযোদ্ধারা নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৯নং ওয়ার্ড জালকুড়ি পঞ্চিম পাড়া মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সংসদ স্থাপন করছি। এরপর সকল মুক্তিযোদ্ধা গন বিশেষ দোয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন।