বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা কারাগারের ভিতরে ইমরান (২৬) নামে এক বন্ধী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত ইমারান(২৬)সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার আদমজীনগরের বিহারী কলোনীর আব্দুর রহিমের ছেলে।
নারায়ণগঞ্জ কারাগারের জেলার মো. আসাদুর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জের একটি মারামারি মামলা বিচারাধীন থাকা অবস্থায় ইমরান জেল হাজতে ছিলেন।ইমরান অসুস্থ হয়ে পড়লে
শনিবার জেল হাজতে ডাক্তার দেখানো জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এক পর্যায় প্রসাবের করার জন্য নিরাপত্তা রক্ষীকে বলে বাথরুমে যান। দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের না হলে। বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকা হয়। ভিতরে দেখা যায় বাথরুমের রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছটফট করছেন ইমরান।
এ সময় নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে নামিয়ে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।