বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার জনপ্রিয় ও ভালোবাসার গ্রুপ “”নারায়ণগঞ্জস্থান””। নারায়ণগঞ্জ জেলাকে কিছুটা হলেও সবুজায়ন করার লক্ষ্যে এক অভূতপূর্ব আয়োজন করেছে এ গ্রুপ । সে লক্ষ্যে, উদ্বোধন অনুষ্ঠানে বৃক্ষ বিতরণ দিয়ে শুরু হলো এ আয়োজন। আজ শুক্রবার চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে বৃক্ষ বিতরণ দিয়ে গ্রুপের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা জুড়ে শুরু হলো বৃক্ষ রোপণ প্রতিযোগিতা।
চৈত্রাক কে ও ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগীতার নিয়মাবলী ১ম কমেন্ট এ দেয়া হলো। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এডমিন প্যানেল এর আরেফিন রওশন রিদয়, মেহেরাব হোসেন অপু, রিদওয়ান আমিন, অভিজিত সাহা, সামসুর রহমান,সাইদ সানি,শারফারাজ সুলতান.। এছাড়া আরো উপস্থিত ছিলেন,যুগান্তর এর জেলা প্রতিনিধী রাজু আহমেদ, মুরসালিন অনিকা, শাফায়াত, কামরুল হাসান, নাহিদ, ইমরান মাদানি, শাব্বির, শুভ,মামুন, রেজাউল, জাকারিয়া, তৌকির, তুষার, বিরাজ পাল, আন্তন, অজয়, অরুপ, সাইদ, হাফিজ, সালাউদ্দিন, শাওন, মামুন, আদর, আহাদ, আলিফ, রিফাত, সিফাত, রাফায়াত তপু ,সাদিদত সহ আরো অনেকে।
এডমিন প্যানেল জানান, আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং অংশগ্রহণ করে আজকের আয়োজনকে সাফল্যমন্ডিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রুপের সকল সদস্যরা গ্রুপের আগামী অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন বলে আশা রাখছি। গ্রুপ সবসময় সকল ভালো কিছুর পাশে আছে, আপনারাও থাকবেন। সাথেই থাকুন।সকল সদস্যদের সার্বিক মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।