বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে নির্মাণাধীন ৫টি স্কুলের কাজ নভেম্বর মাসে সম্পন্ন হবে। পাশাপাশি ২০১৭ সালের জানুয়ারী মাসের প্রথম দিন থেকেই স্কুল গুলোর নতুন ভবনে ক্লাস শুরু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিম ওসমান।
সোমবার ৩১ অক্টোবর দিনভর বন্দরে স্কুল গুলোর নির্মাণ কাজের পরিদর্শন করেন সংসদ সদস্য সেলিম ওসমান এমন আশা প্রকাশ করেন।
পাঁচটি স্কুলের মধ্যে চারটি স্কুলের নির্মাণ কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে শুধুমাত্র ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের কাজের স্থবিরতা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করলে স্কুল পরিচালনা কমিটি ও নির্মাণ কাজের দায়িত্বরতা নভেম্বর মাসের মধ্যে নিখুঁতভাবে শেষ করা হবে বলে সেলিম ওসমানকে আশ্বস্ত করেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় প্রথমেই বন্দর ইউনিয়নের পুরান বন্দর এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল পরিদর্শনে যান সেলিম ওসমান। এরপর একে একে মুছাপুর ইউনিয়নের শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় শেখ জামাল উচ্চ বিদ্যালয়, মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়,্ সর্বশেষ কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় আলহাজ্ব খোরশেদুনেচ্ছা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে বিকেল ৫টায় পরিদর্শন কাজ শেষ করেন সেলিম ওসমান।
এ সময় তিনি সব গুলো স্কুলের শ্রেনী কক্ষের বাইরে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেই সাথে তাদের লেখাপড়ার মান এবং তাদের প্রয়োজনীয়তার ব্যাপারে খোঁজ খবর নেন তিনি। অপরদিকে স্কুলের শিক্ষার্থীরাও সংসদ সদস্য সেলিম ওসমানকে ফুল দিয়ে বরণ করেন নেন। এদিকে মদনপুরে নাগিনা জোহা স্কুলের শিক্ষার্থীরা তাকে লাইনে দাড়িয়ে স্বাগত জানাতে চাইলে গাড়ি থেকে নেমেই সংসদ সদস্য সেলিম ওসমান লাইনে দাড়িয়ে থাকা শিক্ষার্থীদর সরিয়ে দেন। পাশাপাশি তিনি স্কুল পরিচালনা কমিটির প্রতি কঠোরভাবে নির্দেশ দেন যাতে করে তিনি সহ অন্য কারো জন্য কখনো স্কুলের শিক্ষার্থীদের লাইনে দাঁড় না করানো হয়।
স্কুল কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আমি স্কুলে আসি শিক্ষার্থীদের সম্মান জানাতে। শিক্ষার্থীদের রোদ্রে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য। ভবিষ্যতে কোনদিন কোন কারণে যদি স্কুলের শিক্ষার্থীদের লাইনে দাঁড় করানো হয় তবে আমার থেকে কঠোর আর কেউ হবে না।
স্কুল গুলো পরিদর্শন কালে সংসদ সদস্য সেলিম ওসমানের সাথে আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের সভাপতি মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মঈন উদ্দিন, মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গোলাম হোসেন, সহ প্রতিটি স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।