বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গ্রামীণ খেলা প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় আমলাপাড়া নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে গ্রামীণ খেলা প্রতিযোগীতা-বৌছি, দড়িলাফ, গোল্লাছুট খেলা বাছাই পর্ব অনষ্ঠিত হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম, নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আরা আকসির, সহ সম্পাদিকা লোকসানা খবির, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ জেট , এম ইসমাইল বাবুল, সদস্য আরিফ মিহির, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য দিল আরা বেগম, হাজেরা বেগম, আয়েশা খাতুন প্রমুখ ।
এ বাছাই খেলায় অংশ গ্রহণ করেন সরকারি মহিলা কলেজ , নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ , আমলাপাড়া গার্লস স্কুল এন্ড কলেজ, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ এর ছাত্রীরা। এই বাছাই পর্বে বৌছি খেলায় সাত জন , দড়িলাফ দুইজন ও গোল্লাছুট সাত জনকে প্রাথমিক ভাবে বাছাই করা হয়েছে। তিনটি খেলায় মোট ১৬ জন প্রতিযোগীকে নিয়ে আগামী ৮ অক্টোবর ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে গ্রামীণ খেলা প্রতিযোগীতা , বৌছি , দড়িলাফ, গোল্লাছুট খেলায় অংশ গ্রহণ করানো হবে।
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম বলেন, বাংলাদেশের প্রাচীন গ্রামীন খেলাধুলা এখন হারিয়ে যেতে চলেছে। আগের মত এখন আর সেই খেলা, বৌছি, দড়িলাফ, গোল্লাছুট ও অন্যান্য খেলা আমাদের ছেলে মেয়েরা খেলে না । এই খেলাধুলা গুলো আমাদের বাংলার ঐতিহ্য । বিভিন্ন খেলাধুলা প্রতিযোগীতার মাধ্যমে আমাদের গ্রামীন খেলাধুলাকে আবারও এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাকে আবারও ফিরিয়ে আনতে হবে ।