বিজয় বার্তা ২৪ ডট কম
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা এবং সেবাখাতের মূল্য বৃদ্ধিতে শিল্প-বাণিজ্যে প্রভাব নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সাথে ব্যবসায়ী নেতৃৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্তর আলোচনা সভায় বিকেএমইএ পক্ষে প্রতিনিধিত্ব করেছেন সংগঠনটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। একই সাথে তিনি এফবিসিসিআই এর পরিচালক পদেও দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার ৬ জুন বিকেলে এফবিসিসিআই এর সভাকক্ষে আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়। সভায় এফবিসিসিআই এর নব নির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি, এমপি।
সভায় বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, অর্থ উপদেষ্টার কাছে সবুজ শিল্পের কর্পোরেট কর হার সিঙ্গেল ডিজিট করা, উৎসে কর আগামী ২ বছরের জন্য ০ দশমিক ৫ শতাংশ করা, অগ্নি নিরাপত্তা সংক্রান্ত যন্ত্রাংশ আমদানীতে বিদ্যমান ৫ শতাংশ আমদানী শুল্ক পুরোপুরি উঠিয়ে দেয়া, ভ্যাট এর একক হার ১০ শতাংশে স্থির করা এবং গ্যাসের মূল্য বৃদ্ধির হারকে পুনঃবিবেচনার আহবান জানান। এছাড়াও এফবিসিসিআই সমস্ত সেক্টরের, ডিসিসিআই, বিজিএমইএ, বিটিএমএ, চট্টগ্রাম চেম্বার ও অন্যান্য সংগঠন গুলোর প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অর্থ উপদেষ্টা পুরো বাজেট কাঠামোর আঙ্গিক বিশ্লেষন করে সংগঠন ও এসোসিয়েশনের প্রস্তাব গুলোকে দ্রুত পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় ডিসিসিআই এর সভাপতি আবুল কাশেম খান, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, বিটিএমএ’র সভাপতি তপন চৌধুরী, চট্টগ্রাম চেম্বার এর সভাপতি মাহবুবুল আলম সহ অন্যান্য স্বনামধন্য ব্যবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।