বিজয় বার্তা ২৪ ডট কম
সারা দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কর্মসূচির অংশ হিসাবে গতকাল শনিবার দুপুরে কুতুবপুরের আদর্শনগর আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জঙ্গিবাদের বিরুদ্ধে একাত্তরের চেতনায় রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের জঙ্গিবাদ রুখে দেয়ার শপথ গ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক বলেন, আজকের ছাত্ররাই হচ্ছে আগামী দিনের কর্নধার। তাই তোমাদের সত্যিকারের দেশ প্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমরা ভালো মানুষ চাই। যারা দেশকে ভালোবাসবে। তাই তোমাদের পাঠ্য পুস্তকের পাশাপাশিষ খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা করতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আরো এগিয়ে আসতে হবে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু বলেন, যখন দেশ উন্নয়নসহ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল দেশকে পিছিয়ে দিতে জঙ্গি ও সন্ত্রাসবাদের সৃষ্টি করেছে। এ সমস্যা মোকাবেলা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে এক হয়ে কাজ করতে হবে। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক ও অভিভাবকদের সহযোগীতা কামনা করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, দেশ থেকে জঙ্গিবাদ রুখতে হলে এখনি সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশপাশি যারা জঙ্গিবাদের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা নিতে হবে। তিনি বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে মানুষ হত্যা করছে তারা আসলে ইসলামের নাম ব্যবহার করছে। ইসলাম ধর্মসহ কোন ধর্মই সন্ত্রাসকে সমর্থন করে না।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কাইয়ূম সরকার শাহিন, তারিফুল ইসলাম, মাওলানা জাকির হোসেন,মাওলানা, আবু আসিফ, অভিভাবক মো. হাবিবুল্লাহ, আবুল বাশার,বিদ্যালয়ের শিক্ষার্র্র্র্র্র্র্র্র্থী শ্রাবনী আক্তার, সামিয়া আক্তার, আব্দুল্লাহ সাঈদ, সুমাইয়া আক্তার সিমি, আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে জঙ্গি বিরোধী সঙ্গীত পরিবেশন করেন মানিক জব্বার।