নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশর এলাকায় বসবাসকারী ৮শ’ ২৯ মুক্তিযোদ্ধার আজীবন হোল্ডিং কর মওকুফ করে দিয়েছে সিটি করপোরেশন।
সোমবার বিকেলে নগর ভবনের সামনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সনদপত্র ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকে ৩টি অঞ্চলে ভাগ করে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৯টি ওয়ার্ডে ৩শ’ ৭৯ জন, নারায়ণগঞ্জ অঞ্চলের ৯টি ওয়ার্ডে ২শ’ ৬৮ ও কদম রসূল অঞ্চলে ৯টি ওয়ার্ডে ১শ’ ৮২ জন মুক্তিযোদ্ধাদের এ সনদ ও সম্মামনা প্রদান করা হয়।
সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির সভাপতিত্বে অনষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র ওবায়েদউল্লাহ, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার, সচিব মাহমুদুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা ইউনিট কমান্ডার শাহজাহান ভুইয়া জুলহাস, বন্দর উপজেলা ইউনিট কমান্ডার আব্দুল লতিফ।
এসময় মেয়র আইভী মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্স নির্মানে সিটি কর্পোরেশন থেকে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
মেয়র আইভী আরো বলেন, ২০০৭ সালে আমি নারায়ণগঞ্জের দুইশত বিশ জন মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স আজীবন মওকুফ করেছিলাম। আমাদের দেখে পরে গাজীপুর সিটি কর্পোরেশনসহ অন্যান্য সিটি কর্পোরেশনও করেছিলো। তখন কেউ কেউ বলেছিলো মুক্তিযোদ্ধাদের কর মওকুফ করার কোন নির্দেশনা মন্ত্রনালয়ের নেই। এজন্য আমার বিরুদ্ধে মামলা হবে। আমি জেলেও যেতে পারি। আজ মন্ত্রনালয় নির্দেশ দিয়েছে বারোশত স্কয়ার ফিট পর্যন্ত সকল মুক্তিযোদ্ধার বাড়ির হোল্ডিং ট্যাক্স আজীবন মওকুফের। আমরা পুরো বাড়ির ট্যাক্স-ই মওকুফ করেছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্যে কজ করতে গিয়ে আমাকে যদি জেলেও যেতে হয়, আমি তাতেও আমি রাজি।
পরে সঙ্গীতানুষ্ঠান ও লেজার শো’র মাধ্যমে ১৭৫৭’র পলাশীর যুদ্ধ, ১৯৬৬’র ৬দফা আন্দোলন, ১৯৭০ এর নির্বাচন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫’র ১৫ আগষ্ট ও ২০১৬ সালের মধ্যম আয়ের বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা হয় ।