স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিয়ে সরকারের দাবি প্রশবিদ্ধ বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিয়ে সরকারের দাবি প্রশ্নবিদ্ধ। কারণ, সরকারের এ দাবির সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করছে। বিশ্বব্যাংক বলছে প্রবৃদ্ধ হবে ৬.৫ শতাংশ আর এডিবি জানিয়েছে এটা হবে ৬.৭ শতাংশ।
তিনি বলেন, সরকারের প্রাক্কলিত হার এদের তুলনায় অনেক বেশি। সরকারের বর্তমান অর্থনৈতিক কর্মকা- বিবেচনায় নিলে কখনো এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।