নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে ৭ খুনের দুটি মামলায় একজন ম্যাজিস্ট্রেটসহ দুই জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩১ মার্চ পরবর্তী তারিখ ধার্য্য করেন।
সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ৭ খুনের মামলার প্রধান আসামী নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামীকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হয়।
আজ সাক্ষ্য গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপম, নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম, তার ছেলে সাইদুল ইসলাম, নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই মিজানুর রহমান ও নিকট আত্মীয় শাহ্জালালের সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট চাঁদনী রূপম আদালতে সাক্ষ্য দেন। এসময় র্যাবের সাবেক তিন কর্মকর্তা ও নূর হোসেনসহ ৩৫ আসামীর পক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। একটানা দুপুর একটা পর্যন্ত চাঁদনী রূপম আদালতে সাক্ষ্য দেয়ার পর এক ঘন্টার জন্য মূলতবী দুপুর দুইটায় আবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরবর্তীতে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের বন্ধু মনিরুজ্জামান স্বপনের ভাই মিজানুর রহমান আদালতে সাক্ষ্য দেন। আদালত বিকেল ৪টা পর্যন্ত সাক্ষ্য নেয়ার পর সময় সল্পতার কারণে সাক্ষীদের সাক্ষ্য নেয়ার জন্য আগামী ৩১ মার্চ তারিখ ধার্য্য করেন। আদালতে সাক্ষীরা ঘটনা প্রমাণিত করতে সক্ষম হয়েছেন বলে পিপি ওয়াজেদ আলী খোকন জানান।
প্রসঙ্গগত গত ৮ ফেব্রুয়ারী ৭ খুনের দুটি মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামীর উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারন করেন। তবে র্যাবের ৮ সদস্যসহ পলাতক ১২ আসামীর অনুপস্থিতিতেই বিচার কার্য শুরু হচ্ছে। পলাতক ১২ আসামীর পক্ষে রাষ্ট্রপক্ষের খরচে ৫ আইনজীবীকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত বছরের ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।