স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায় বলেছেন, ৭৫ এর ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তারা এখন পর্যন্ত শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গৌরবদীপ্ত বীরত্বগাথা মুক্তিযুদ্ধ-৭১ বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ এ সভার আয়োজন করে।
তিনি বলেন, ৭৫ এ বাঙালিরাই বিশ্বাসঘাতকতা করেছে। মুক্তিযুদ্ধের সময় খন্দকার মোস্তাক আমাদের সঙ্গে ছিল। তাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম বিদেশে গিয়ে ঘুরে ঘুরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যমত গড়ে তোলার জন্য। কিন্তু তিনি সেখানে গিয়ে উল্টো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ষড়যন্ত্র করেছে।
তিনি আরো বলেন, যে বঙ্গবন্ধু বাঙালির জন্য জেল খেটেছেন, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মানুষটিকে যারা হত্যা করেছে তারা কারা ছিল? তারা তো বাঙালিই ছিল। বাঙালিরা পেছন থেকে ছোড়া মারতে দ্বিধা করে না।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো. রমজান আলী।