বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীণ ৭৪ টি পূজা মন্ডপের প্রতিটিকে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপণ পরিষদের সভাপতি দিপক কুমার সাহা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে শহরের টানবাজারস্থ ব্যবসায়ীক কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদ জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী, মহানগর পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সম্পাদক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশল দাশ, বন্দর পূজা উদযাপণ পরিষদের সভাপতি শংকর দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ^াস, সিদ্ধিরগঞ্জ পূজা পরিষদের সভাপতি শিরি ঘোষ অমরসহ নেতৃবৃন্দ।