বিজয় বার্তা ২৪ ডট কম
পুরানো ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে ৬ হাজার ৫১১ জন কারাবন্দিকে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সারা দিনে সব বন্দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত মোট ২০ টি ট্রিপে বন্দিদের নেওয়া হয়। রাত সোয়া ১০টার দিকে সর্বশেষ ট্রিপটিতে ১৮৪ জনকে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো জানান, দুর্ধর্ষ বন্দিদের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে কেরানীগঞ্জে বন্দিদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
বন্দি স্থানান্তরের সময় যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা জেলা পুলিশ, র্যা ব ও গোয়েন্দা পুলিশ (ডিবি) মোতায়েন করা হয়। বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যরা টহলের ব্যবস্থা করা হয়। নাজিমউদ্দিন রোডের প্রবেশ পথ, চাঁনখারপুল, বংশাল, চকবাজার, বেগম বাজারে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসব এলাকার প্রতিটি ভবনের ছাদে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে নির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়তন ও বন্দি ধারণক্ষমতার দিক থেকে এশিয়ার বৃহত্তম এই বন্দিশালাটি ১৯৪.৪১ একর জমির ওপর নির্মাণ করা হয়।