বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারময়ান ও নারায়ণগঞ্জ – ৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি ৬০ জন এতিমখানার এতিমের জন্য রান্না করা খাবার পাঠিয়েছেন। শনিবার দুপরে ফতুল্লার মুসলিমনগর বায়তুল আমান শিশু পরিবারের এতিম ছাত্রদের মাঝে রান্না করা খিচুরী ও গরুর গোশত দিয়ে দুপুরে খাবার পরিবেশ করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন মুসলিমনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে জহির ইসলাম।
তিনি জানান, এতিমদের জন লিপি ওসমান কর্তৃক প্রেরিত গরু গোশত দিয়ে খিচুরি দিয়ে এতিমদের মুখে তুলে দেয়া হয় ওই খাবার। তিনি আরও জানান,
মুসলিমনগরের এতিমখানার বর্তমান অবকাঠামোর পুরোটাই এমপি শামীম ওসমানের অবদান, তাই বরাবরই এই শিশু পরিবারের এতিমদের দিকে তার সহধর্মিণী লিপি ওসমানের সদয় দৃষ্টি থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি।