নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কমলাপুর-নারায়ণগঞ্জ ডাবল রেল লাইন দ্রুত বাস্তবায়ন এবং বর্ধিত যাত্রীভাড়া কমানো সহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নারায়ণগঞ্জ ২ নং রেইল গেইট স্টেশনে ‘আমরা নারায়ণগঞ্জবাসীর’ সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, আহাম্মদ আলী বেপারী, সামসুল আলম, আব্দুল কুদ্দুস আজাদ, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রমজানুল রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রহমান লিটন, মো. হোসেন কাজল, মনির হোসেন, শফিকুল ইসলাম খান, আজমত আলী খন্দকার, অলি উদ্দিন ভূইয়া, সাজিম আহমেদ, দুলাল মল্লিক, মুক্তিযোদ্ধা মো. এনামুল হক সহ স্থানীয় অনেক সাধারণ মানুষ।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জ রেল ষ্টেশনে যাতায়াতের কোন সুব্যবস্থা নেই। ময়লা আবর্জনা, মলমূত্র যুক্ত রেললাইনের পাশ দিয়ে বাধ্য হয়েই যাত্রীদের রেল ষ্টেশনে যাতায়াত করতে হচ্ছে। তাই নারায়ণগঞ্জে ট্রেনে যাত্রী সেবার মান উন্নয়ন না করে অতিরিক্ত ভাড়া বাড়ানোর কোন যুক্তি নেই। অবিলম্বে এ বর্ধিত ভাড়া কমানো হোক।
তিনি আরো বলেন,শুধু এ নয় দীর্ঘ দিন ধরে আটকে থাকা ডাবল রেল লাইন বাস্তবায়নের দ্রুত ব্যবস্থা নিতে হবে। এসময় তিনি এ ট্রেনের দাবী গুলো বাস্তবায়নের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তব্য শেষে সংগঠনের নেতৃবৃন্দ ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি জমা