নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের আলোচিত পাঁচ খুনের ঘটনায় গ্রেফতারকৃত ভাগিনা মাহফুজকে একমাত্র আসামী করে অভিযোগপত্র দাখিল করেছে তদন্ত সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ ।
আজ দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম ফারুকের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল খায়ের।
বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, মুলতঃ লামিয়ার সাথে মাহফুজের অনৈতিক সম্পর্কের জের ধরে প্রথমে লামিয়ার ভাই মোশারফকে, পরে পর্যাক্রমে লামিয়ার জা’ তাছলিমা , মামী লামিয়া , তাসলিমার মেয়ে সুমাইয়া এবং সব শেষে লামিয়ার শিশু সন্তান শান্তকে হত্যা করে।
তিনি এ প্রসঙ্গে বিস্তারিত আরো জানান, চলতি বছরের ১৫ জানুয়ারী শুক্রবার রাত তিনটা থেকে পরদিন ১৬ জানুয়ারী শনিবার সকাল সাতটার মধ্যে নিহত লামিয়ার স্বামী শফিকুল ইসলামের ভাগিনা আসামী মাহফুজ দুই শিশু সহ একই পরিবারের পাঁচ জনকে মাথায় পুঁতো দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে পর্য়ায় ক্রমে হত্যা করে । খুনের ঘটনায় নিহত লামিয়ার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে । মামলার এজাহারে শফিকুল ইসলাম হত্যাকান্ডের জন্য তার বোনের ছেলে মাহফুজকে সন্দেহজনক হিসেবে অভিযোগ করে। পরে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করে । গত ১৮ জানুয়ারী মাহফুজকে গ্রেফতার করে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ । রিমান্ডের চারদিনের মাথায় মাহফুজ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। জবানবন্দীতে আসামী মাহফুজ হত্যার পূঙ্খানুভাবে হত্যার বর্ণনা দিয়েছে।