নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাাঁজাসহ মাদক ব্যবসায়ী রামজান আলী (২০ ) কে গ্রেফতার করেছে । গত মঙ্গলবার রাতে থানার এসআই মাজাহার ও এসআই শামীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে নয়াআটি মুক্তিনগরের মাদক সম্রাট রাজুর পালিত মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা করছে। তাৎক্ষনিক ওই দুই কর্মকর্তা ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে রমজান আলীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপতার করে। গ্রেপতারকৃত রমজান আলীর পিতার নাম আব্দুল কাদের। সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগরে তার বাড়ি। এ ব্যাপারে থানায মামরা হয়েছে।