বিজয় বার্তা২৪ ডটকমঃ
নতুন ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবারের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট।
বৃহস্পতিবার (০১ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে অর্থমন্ত্রী ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট উপস্থাপন শুরু করেন। এটি মুহিতের একাদশ বাজেট। সংসদ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্ভাব্য রাজস্ব লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ৮২ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ ও মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে বরাদ্দ রাখা হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৮৪ কোটি টাকা।
এর আগে, সকাল ১০টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের এ বাজেট অনুমোদন দেওয়া হয়। এই বাজেট আওয়ামী লীগ সরকারের ১৮তম এবং বাংলাদেশের ইতিহাসে ৪৬তম।