নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজারের জুয়েলারী ব্যবসায়ি নবী হোসেন (৩৫) গত তিনদিন ধরে নিখোজ হলেও তার সন্ধান মিলেনি। এ ঘটনায় থানায় জিডি করা হলেও পুলিশ তার কোন হদিস বের করতে পারেনি। ফলে চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে নবী হোসেনের পরিবারের সদস্যদের মাঝে।
ব্যাবসায়ী নবী হোসেনের স্ত্রী ছালমা বেগম জানান, সোনামিয়া বাজারের আজিজ ভবনে ’মা জুয়েলার্স’ নামে তাদের একটি জুয়েলারী দোকান রয়েছে। গত ২৭ এপ্রিল বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ছেলে সায়েম ও দোকান কর্মচারীর সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তি নবী হোসেনকে ডেকে নিয়ে যায়। রাত আটটা পর্যন্ত তার কোন খোঁজ না পেয়ে ওইদিন রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করা হয়। জিডি নং-১৪১৩। ব্যবসায়ি নবী হোসেনকে উদ্ধারের জন্য র্যাব-১১এর কাছেও আবেদন করা হয়েছে। এদিকে দিনে-দুপুরে ব্যস্ততম একটি মার্কেট থেকে একজন ব্যবসায়ি নিখোঁজ হওয়ার ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ ব্যবসায়িদের মাঝে।
ওদিকে সোনামিয়া বাজার বনিক সমিতির সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম এ জামান দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ ব্যবসায়ি নবী হোসেনের সন্ধান বের করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।