বিজয় বার্তা ২৪ ডট কম
টানা তৃতীয় দিনের মত নারায়ণগঞ্জে পালিত হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৩য় বার্ষিকী। রোববার ৩০ এপ্রিল জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে শহর ও বন্দরের বিভিন্ন স্থানে নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সকালে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত জাতীয় পার্টি বন্ধ হয়ে যাওয়া কার্যালয়ের সামনে কোরআন খতমের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর শুরু হয়।
পরে সকাল ১১টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে পায়ে হেটে জাতীয় পার্টির নেতাকর্মীরা মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরবস্থানে নাসিম ওসমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তার আত্মা মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।
পরে দলীয় কার্যালয়ে এসে পুনরায় তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আবুল জাহের, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, যুগ্ম আহবায়ক আবুল খায়ের ভূইয়া, সদস্য সচিব আকরাম আলী শাহীন, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মোয়াজ্জেম হোসেন, যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গোলাপ হোসেন, সাধারণ সম্পাদক খায়ের হোসেন, আলী হায়দার শামীম, সাবেক কমিশনার আজহার হোসেন, জেলা যুব সংহতির আহবায়ক রাজা হোসেন রাজু, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো: সবুজ সহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে বেলা সাড়ে ১২টায় বন্দরে খেয়াঘাট সংলগ্ন বেবি স্ট্যান্ডে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বর্তমানে কারাবন্দী খান মাসুদের উদ্যোগে তার অনুসারীদের আয়োজনে নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণের উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এ সময় তার সাথে ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের ও মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু। এরপর একে একে বন্দর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় রোটায়িান গিয়াসউদ্দিন চৌধুরীর উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ, ২০নং ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও রান্না করা খাবার বিতরণ, মদনগঞ্জে সিটি করপোরেশনের ১৯নং ওর্য়াড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর এর উদ্যোগে দোয়া ও রান্না করা খাবার বিতরণ, কলাগাছিয়ার মাধবপাশায় আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের উদ্যোগে দোয়া ও রান্না করা খাবার বিতরণ, ২৩নং ওয়ার্ড এলাকার কদম রসুল কলেজ সংলগ্ন এলাকায় জাহাঙ্গীর হোসেন ও মাহাবুবুর রহমান কমলের উদ্যোগে দোয়া ও রান্না করা খাবার বিতরণ, ২২নং ওয়ার্ড বন্দর বাজার এলাকায় জাপা নেতা শাহআলমের উদ্যোগে দোয়া ও রান্না করা খাবার বিতরণের উদ্বোধন করা হয়।
এদিকে নারায়ণগঞ্জ শহরে জাপা নেতা ইরানের উদ্যোগে হাজীগঞ্জ এলাকায়, খানপুর ধর্মতলা, ও গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মোক্তার হোসেনের উদ্যোগে দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। শহরে এসকল কর্মসূচীর উদ্বোধন করেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন।
এছাড়াও শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুর উদ্যোগে চাষাঢ়া শহীদ মিনার, এবং চাষাঢ়া পুলিশ ফাঁড়ি এলাকায় জেলা যুবলীগের সহ সভাপতি জাকিরুল আলম হেলালের উদ্যোগে নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, কোরআন খতম ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ এবং ২৯ এপ্রিল প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মসজিদ, মরহুমের পৈত্রিক বাসভবন উত্তর চাষাঢ়ার হীরা মহল, ও বন্দরের সমরক্ষেত্র মাঠে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আগামীকাল সোমবার আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকী পালন করা । পর্যায়ক্রমে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, সোনারগাঁও ও আড়াইহাজার থানা এলাকায় তার মৃত্যু বার্ষিকী পালিত হবে।