বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
পড়াশোনার পাঠ চুকিয়েছেন বহু বছর আগে। এরপর যাত্রা করেছিলেন চলচ্চিত্রে। দীর্ঘ ২৫ বছর বলিউডে রাজত্ব করার পর অবশেষে পেলেন ডক্টরেট উপাধি। তিনি আমাদের প্রিয় অভিনেতা শাহরুখ খান।
দিল্লির হংসরাজ কলেজে ২৮ বছর আগে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতেন শাহরুখ খান। কিন্তু ডিগ্রী তিনি তখন পাননি। পেলেন এখন।
দিল্লিতে তার আসন্ন ছবি ‘ফ্যান’ এর অ্যানথেম প্রচার করছিলেন শাহরুখ। তখনই তিনি গিয়েছিলেন তার সেই পুরোনো হংসরাজ কলেজে। শাহরুখ জানিয়েছেন, সেই ১৯৮৮ সালে তিনি কলেজ ছেড়েছিলেন। এতদিন পর কলেজে আসতে পেরে তিনি উচ্ছ্বসিত। তার কাছে এটি বিশেষ মুহূর্ত। তার সন্তান আরিয়ান বা সুহানা থাকলে তিনি তাদের কলেজের প্রতিটি কোণ ঘুরিয়ে দেখাতেন।
কলেজের প্রিন্সিপাল রমা শর্মা জানিয়েছেন, তাদের কলেজের এক ছাত্রকে সুপারস্টার হিসেবে পেয়ে তারা গর্বিত। এতদিন শাহরুখের ডিগ্রীটি সযতেœ রেখে দিয়েছিলেন তারা। এখন সেটি শাহরুখের হাতে তুলে দিতে পেরে তারা আনন্দ অনুভব করছেন।
উল্লেখ্য, এর আগে গতবছর বলিউড বাদশাহ শাহরুখ খান স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পেয়েছিলেন ডক্টরেট ডিগ্রী।