‘ম্যাজিকাল ? মিস্ট্রিয়াস ? ম্যাগনিফিসেন্ট ? সেলুকাস ! কি বিচিত্র ?
২৩ এপ্রিল ফতুল্লার নির্বাচন আর আইপিলে মোস্তাফিজের বোলিং॥ কারো নিজ
যোগ্যতা আর কারো পীরের ঝাঁড়ু ফুকের উপরে ভরসা !
আনিসুজ্জামান অনু,ফতুল্লা,বিজয় বার্তা ২৪
এ সকল বিশেষন কোথায়,কখন প্রযোজ্য তা জানা থাকলেও ২৩ এপ্রিলের নারায়নগঞ্জ সদর উপজেলার ৩টি ইউপি নির্বাচন আর রাতের বেলা আইপিলে আমাদের গর্ব মোস্তাফিজের বোলিং দেখে রীতিমত গুলিয়ে ফেলেছি। ফলে প্রচন্ড রৌদ্রের তাপে সারাদিন নির্বাচন পর্যবেক্ষন করেও আমার পক্ষে একলাইন নিউজও লিখা সম্ভব হয়নি। তবে ঘটনাগুলোর ২৪ ঘন্টা পোষ্টমর্টেম শেষে মোটামুটি অনুধাবন করতে সক্ষম হলাম কারো অর্জন নিজ যোগ্যতায় আবার কাউকে সফলতার জন্যে নির্ভর করতে হয় পীর সাহেবদের ঝাঁড়-ফুঁকের উপরে। সেখানে দামী কিংবা বিখ্যাত জার্সি গায়ে চাপালেও ফায়দা নেই আবার বঙ্গবন্ধু‘র নৌকা কিংবা সেই জিয়াউর রহমানের ধানের শীষও মূল্যহীন হয়ে পড়ে।
প্রথমেই বলতে হয় ২৩ এপ্রিলের সদর উপজেলার এনায়েতনগর,কুতুবপুর আর গোগনগর ইউনিয়ন পরিষদের আলোচিত ইউপি নির্বাচনের কথা। অনেক উৎসাহ-উদ্দীপনা নিয়ে নির্বাচন কমিশনের দেয়া অনুমতিকার্ড গলায় ঝুলিয়ে ফতুল্লা প্রেসক্লাবের বেশ কয়েকজন সাংবাদিক পর্যবেক্ষন কার্যক্রমের শুরুতেই কুতুবপুর ইউপির আলীগঞ্জ স্কুল কেন্দ্রে ঢুকেই বিস্মিত হলাম ভোটারের উপস্থিতি কম দেখে। তারপরের চিত্র আরো বিস্ময়কর ! সেখানে পাশাপাশি দুটি স্কুলে কযেকটি কেন্দ্রের অবস্থান হলেও হাইস্কুল কেন্দ্রের কয়েকটি বুথ ঘুরে দেখা গেল কোথাও ক্ষমতাসীন দলের প্রার্থী নৌকা প্রতীকের কোন পোলিং এজেন্ট নেই। এ ব্যাপারে পোলিং অফিসার কোন তথ্য জানাতে না পারলেও অন্য প্রতীকের এজেন্টরা জানায়,নৌকা প্রতীকের এজেন্ট বাইরে গেছে। প্রায় প্রতিটি বুথে একই চিত্র দেখা গেলেও সেখানকার দায়িত্বে থাকা আওয়ামীলীগ নেতা সামাদ ব্যাপারী দাবী করলেন,প্রতিটি বুথেই পোলিং এজেন্ট দেয়া হয়েছে। দিনশেষে ফলাফলে দেখা গেছে, সেই আলীগঞ্জ কেন্দ্রে সর্বোচ্চ ভোট পড়েছে চরমোনাই সমর্থিত পাখা প্রতীকে আর নিকটতম প্রতিদ্বন্ধি আনারস হলেও ক্ষমতাসীন নৌকা প্রতীকের মানসম্মান রক্ষা করাই দায় হয়ে পড়েছে। এ ধরনের চিত্র নাকি ৯নং ওয়ার্ডের রওজাতুস সালেহিন মাদ্রাসা কেন্দ্রসহ আশপাশ বেশীরভাগ কেন্দ্রেই দেখা গেছে বলে রিপোর্টিংয়ের দায়িত্বে থাকা সাংবাদিকেরা জানান। তবে সারাদিনে কুতুবপুরের আলহিকমা আইডিয়েল স্কুল,শাহিমহল্লা অক্সফোর্ড কিন্ডারগার্টেন,পাগলা উচ্চ বিদ্যালয়,শাহিমহল্লা মাদ্রাসা,আদর্শনগর আহসানউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ অধিকাংশ কেন্দ্রেই নির্বিঘেœ ভোট গ্রহন সম্পন্ন হতে দেখেছি। কোথাও কোন সহিংসতা কিংবা ব্যালটে সীল মারামারির ঘটনা নজরে আসেনি।
তবে ভিন্ন চিত্র দেখা গেছে একটু দুরে এনাযেতনগর ইউপি নির্বাচনে। নির্ধারিত সময়ের আগে ব্যালটে সীল মারাসহ প্রিজাইডিং অফিসারের কাছ তেকে ব্যালট হাতিয়ে নেয়া এবং প্রতিপক্ষের পোলিং এজেন্টদের বের করে কেন্দ্র দখলে নেয়ার মত ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সচিত্র রিপোর্ট প্রকাশিত হয়েছে। যা অবশ্যই জনপ্রতিনিধি নির্বাচনে হতাশা এবং দুঃখজনক ঘটনা। তারপরেও বলতে হয়,এনায়েতনগরে নৌকা প্রতীকে আসাদুজ্জামান বিজয়ী হলেও কুতুবপুরে এবং গোগনগরে নৌকা প্রতীককে পেছনে ফেলে বিজয়ের মুকুট রীতিমত হাতিয়ে নিলেন পীর সাহেবেদের আর্শীবাদ প্রাপ্ত মনিরুল আলম সেন্টু আর নওশেদ আলম। এর মধ্যে মনিরুল আলমের বিজয় ছিল বিস্ময়কর পূর্বাভাসের ফলাফল। প্রায় ৩২ হাজার ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী এবং এমপি শামীম ওসমানের ঘনিষ্টজন হিসাবে দাবীদার গোলাম রসুলকে সিকি বানিয়ে হ্যাট্রিক চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেছেন অদৃশ্য শক্তিতে বলীয়ান সেন্টু।
এ সকল দৃশ্য অবলোকনের পরেও আমি কখনো হতাশাবোধ করি না। আজ আকাশে মেঘের ঘনঘটা থাকলেও পরবর্তী যেকোনদিন পরিস্কার সূর্যের ঝলকানি দেখা যাবে এটাই আমার বিশ্বাস। তাই প্রথমেই বলতে হয় আমাদের স্বপ্ন,আমাদের গর্ব সহজ-সরল মোস্তাফিজকে নিয়ে। দিনে দিনে সে যেমন নিজেকে অন্যন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে তেমনি বঙ্গবন্ধু‘র বাংলাদেশকেও এগিয়ে নিচ্ছে বিশ্ব দরবারের উচু শিখরে,যা সারা বিশ্ববাসী অবলোকন করছে। তাই ২৩ এপ্রিলের আইপিলের খেলা শেষে যখন হায়দরাবাদ সানরাইজার্সের অফিশিয়াল টুইটার থেকে টুইট করা হলো, ‘ম্যাজিকাল? মিস্ট্রিয়াস? ম্যাগনিফিসেন্ট? মুস্তাফিজ ! মুস্তাফিজ ! মুস্তাফিজ । তখন সত্যিই বুকটা গর্বে ফুলে উঠে। আমি পেছনে ঠেলে ফেলে রাখি ফতুল্লার সেই নির্বাচনের সারাদিনের দৃশ্য আর নির্বাচনী ফলাফলের সংবাদ।
একজন বাংলাদেশী ক্রিকেট ব্যাক্তিত্ব তার ভাষায় বলেছেন,আমার জীবনে বাংলাদেশী কোনো ক্রিকেটারের এমন উচ্ছ্বসিত প্রশংসা শুনি নাই খেলা চলার সময় ভাষ্যকারদের মুখ থেকে ! আইপিএলের গত ম্যাচটায় সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে আমাদের মুস্তাফিজ যা করলেন তাতে বোধ হয় এর বাইরে কিছু করারও ছিলো না তাদের ।
অনেক বছর আগে আশরাফুল যেদিন ইংল্যান্ডের মাটিতে ব্যাটিং ফায়ারওয়ার্কস করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং তার সেই ইনিংসের প্রশংসা যেভাবে করেছিলেন টিভি কমেন্টেটররা -তা শুনে মনে হয়েছিলো এমন স্তুতি হয়তো আমাদের আর কারো কপালে জুটবে না একদিনে ! আজ সানি গাভাস্কার, রমিজ রাজা, পমি এম্বাংগোয়াদের মুখ থেকে যা শুনলাম মুস্তাফিজকে নিয়ে তা নি:সন্দেহে ভেঙে ফেলেছে অতীতের সব প্রশংসার রেকর্ড ।
সানি-রমিজ দু’জনেই বারবার বলছিলেন “ম্যাজিক্যাল স্পেল” ” ম্যাজিক্যাল মুস্তাফিজ “। টিভি স্ক্রিনে যখন গণজরীপ প্রশ্নটা ভেসে উঠলো , আইপিএলে সেরা বাঁহাতি বোলার কে এবার… ফকনার, জনসন, ম্যাকক্লেনাগান না মুস্তাফিজুর ? ৭১% ভোট গেল মুস্তাফিজের পক্ষে,ধারে-কাছেও থাকলেন না বাকি তিনের কেউ । এই পরিসংখ্যান পড়ে রমিজ বলে দিলেন “ঋঁষষ ংঃড়ঢ় ! ঘড় ষবভঃ ধৎস ৎরমযঃ ধৎস.. যব’ং নববহ ঃযব নবংঃ নড়ষিবৎ! ” সনি টিভির ইনিংস ব্রেক টক শো-তে নাভজ্যোত সিং সিধু’র তো অজ্ঞান হওয়ার দশা মুস্তাফিজ বন্দনায় । রসিক কথাবাজ সিধু তো সরাসরি ঘোষনাই দিয়ে দিলেন”ঐব রং ঃযব নবংঃ রহ ঃযব ঃড়ঁৎহধসবহঃ ” “.শায়েরিতে ওস্তাদ সিধু শায়েরিও করলেন তুমুল আনন্দে ” মুস্তাফিজ জো হোতা হ্যায়.. জো ইতিহাস বানায়া কারতে হ্যায় ! ”
এ ছাড়াও যখন শুনতে পাই,আমাদের নারায়নগঞ্জের সাংবাদিক এসএম ইকবাল রুমী সুদুর নেত্রকোনার রোয়াইলবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নৌকা ও ধানের শীষকে পেছনে ফেরে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল রাতে এসএম ইকবাল রুমিকে মোবাইলফোনে অভিনন্দন জানাতে গিয়েও হতাশাকে নির্বাসনে পাঠিয়ে দিয়ে আশায় বুক বেধেছি। তারপরেও বলতে চাই যাদের উপরে সমাজ গড়ার দাযিত্ব তারা যদি নীতিহীন হয়ে যাই তবে ভবিষ্যত প্রজন্ম বঙ্গবন্ধুর সোনার বাংলা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। যা হবে আমাদের জাতির জন্যে চুড়ান্ত দুর্ভাগ্য।