বিজয় বার্তা ২৪ ডট কম
রোববার বিকেল ৫টায় আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হান্নান ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। স্থানীয় একরামপুর পৌরসভাস্থ আলীফ সুপার মার্কেট সংলগ্ন সড়ক হতে গণসংযোগ শুরু করেন পরে পর্যায়ক্রমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সমাজ সেবক মোঃ ইদ্রিছ মাতবর,মোঃ জামান মাতবর মোঃ আলী আকবর,মোঃ কুদ্দুছ ভূইয়া,মোঃ আনোয়ার হোসেন দরবেশ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইস্পাহানি বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান,খরমুজ ভান্ডারী,সামসুল হক,আলমগীর হোসেন,সানাউল্লাহ সানু,মোঃ জুয়েল,হাজী শফিউদ্দিন,মোঃ শ্যামল,আহসান হাবিব,জাবেদ,মোঃ আরমান,মোঃ বাদশা,মোঃ জনি,মোঃ মেহেদি,মোঃ রফিক,মোঃ হৃদয়,মোঃ উজ্জল,মোঃ রাজিব প্রমুখ। গণসংযোগকালে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ হান্নান বলেন,বিগত ৫ বৎসরে নাসিক ২৩নং ওয়ার্ডে দশ শতাংশ কাজও হয় নাই। ইস্পাহানি এলাকায় নাসিক উন্নয়নের ব্যাপক অনিয়ম করা হয়েছে। আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখ,বিপদে-আপদে সবসময় আমাকে পাশে পাবেন। আপনাদের দোয়া ও ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি ওয়ার্ডের যে কোন সমস্যা আমি আন্তরিকতার সাথে পালণ করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।