নরায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের ঘোষণা অনুযায়ী জেলার অন্যান্য ওয়ার্ডের পাশাপাশি ২১ নং ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধাদের আজীবনের জন্য সকল ধরণের কর মওকুফের সনদপত্র ও সম্মামনা ক্রেষ্ট শনিবার বেলা ১টায় অত্যন্ত ঘরোয়া পরিবেশে বন্দর শাহী মসজিদস্থ কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের প্রায় ১৫ জন মহান বীর সৈনিকের হাতে আনুষ্ঠানিকভাবে ওই কর মওকুফের সনদ ও সম্মামনা ক্রেষ্ট তুলে দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার। এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী নাছির,সাংস্কৃতিক কমান্ডার খোরশেদ আলম খসরু,জালালউদ্দিন জালু,মোঃ নাজিমউদ্দিন মাষ্টার,আব্দুল আজিজ ও মোঃ নূর হোসেন। কর মওকুফের সনদপত্র ও সম্মাননা ক্রেষ্টপ্রাপ্তরা হলেন আজিজুর রহমান বাবু,আব্দুল আজিজ মিয়া,সিরাজুল ইসলাম কামরুল হাসান,মোঃ শফিউদ্দিন ভূইয়া,জিএম সারোয়ার.মোঃ আইয়ূব আলী,আব্দুল মতিন সরকার মোঃ বাদশা মিয়া। এছাড়া মরহুম হাজী মোঃ আইয়ূব আলী’র পক্ষে তার পরিবারের পক্ষ থেকে ক্রেষ্ট গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন,মেয়র আইভী মুক্তিযোদ্ধাদের বিরোচিত সম্মান জানিয়ে প্রমাণ করেছেন তিনি খাঁটি দেশপ্রেমিক। তিনি অনেক মহান এবং বড় হৃদয়ের মানুষ। তার মতো জনপ্রতিনিধিরা কখনো মরেনা। রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগ নেয়া হয়নি মেয়র আইভী সেই সাহসী উদ্যোগ নিয়েছে আমরা তার উত্তরোত্তর সাফল্য,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি।