স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
জনপ্রশাসনের ২১ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এদের পদোন্নতির আদেশ জারি করেছে। নন-ক্যাডার ক্যাটাগরিতে উপ-সচিবের ৯টি, জ্যেষ্ঠ সহকারী সচিবের ৫৭টি এবং সহকারী সচিবের ২১০টি পদ রয়েছে।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে পদোন্নতি পেয়েছেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের মোসাম্মৎ রাশিদা আক্তার, পানি সম্পদ মন্ত্রণালয়ের মো. সুরমান আলী, তথ্য মন্ত্রণালয়ের মো. আব্দুস সালাম শেখ, শিল্প মন্ত্রণালয়ের মো. রফিকুল আলম, খাদ্য মন্ত্রণালয়ের মো. নুরুল ইসলাম শেখ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মোহা. মনিরুল ইসলাম, মো. সুলতান মাহমুদ, সড়ক বিভাগের দিলীপ কুমার সরকার এবং আইন মন্ত্রণালয়ের মো. নাসির উদ্দিন খাঁন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গীতা রাণী ঘোষ, মো. আলাউদ্দিন, মো. আব্দুল খালেক মিঞা এবং ইমান আলীও সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মো. লিয়াকত আলী; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মোহাম্মদ আলী-৩, খান শাহানুর আলম; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মো. গোলাম মোস্তফা, মো. জাহাঙ্গীর আলম; ক্রীড়া মন্ত্রণালয়ের মো. আব্দুল কুদ্দুস খাঁন; মন্ত্রিপরিষদ বিভাগের আছমা উল হোসনা এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মো. গোলাম ফারুক পদোন্নতি পেয়েছেন।