বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকারের সভাপতিত্বে জাতীয় নগর দারিদ্র হ্রাসকরন(ঘটচজচ)কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় কাউন্সিলর হান্নান সরকারের নিজস্ব কার্যালয়ে এ কর্মসুচির আলোচনানুষ্ঠান শুরু হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানচিত্রের প্রদর্শন করেন সিটি লিয়াজো কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসেন ও সিটি ডকোমেন্টেশন অফিসার মোঃ নজরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আজিজুল হক,মোঃ ইউসুফ খাঁন,মোঃ রাসেল মিয়া,আলী আহাম্মদ,মোঃ অলী মিয়া,মোঃ সাহানুর আলম,মোঃ জমির আলী,মোঃ রতন মিয়া,এনামুল হক রুমেন,ফটিকচান,নুরুল হক,ইমরান মিয়া,শেখ মোহাম্মদ হারুন,আমির হোসেন,রহমত উল্লাহ,আমির হোসেন,রহমত উল্লাহ,আব্দুল ওয়াহিদ,শাওন,হাজী মোহাম্মদ কেরামত আলী,মোঃ আবুলবাশার,আঃ রহিম,মোঃ মানিক প্রমুখ।