বিজয় বার্তা২৪ ডটকমঃ
ইংল্যান্ডে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হবে বলে মনে করেন কুমার সাঙ্গাকারা। তবে সে জন্য বোলিংয়ে আরো উন্নতি করতে হবে বলে মন্তব্য শ্রীলঙ্কার সাবেক এ উইকেটকিপার-ব্যাটসম্যানের।
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক কলামে এমনটাই লিখেছেন সাঙ্গাকারা। সাঙ্গা লিখেছেন, ভারতের বিপক্ষে সব বিভাগে পরাজিত হলেও, ঘরের মাটিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে মাথা উঁচু করেই ঢাকায় ফিরবে টিম বাংলাদেশ।
টাইগারদের ধারাবাহিক উন্নতির জন্য লঙ্কান কোচ হাথুরুসিংহে ও সাকিব আল হাসানকে কৃতিত্ব দিয়েছেন সাঙ্গা। লঙ্কান এ গ্রেটের মতে, ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের কথা মনে করিয়ে দেয় বর্তমানের এ বাংলাদেশ দল।