বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ২০১৭ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রকল্প ‘গ্রিন ঢাকা’ আসছে।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট ঘোষণায় এমনটা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
সাঈদ খোকন জানান, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ‘গ্রিন ঢাকা ক্লিন ঢাকা’ গড়ে তুলতে চাই। সে জন্য ঢাকার সবুজায়নের ওপর বিশেষভাবে গরুত্বারোপ করছি। নির্মল বাতাস, প্রাকৃতিক সান্নিধ্য উপভোগের লক্ষ্যে বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরণ পদক্ষেপ নিয়েছি। এর অংশ হিসেবে নগরবাসীদের এ কাজে সম্পৃক্ত করা এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে হোল্ডিং ট্যাক্সের ওপর ১০ শতাংশ রেয়াত ঘোষণা করেছি।
মেয়র জানান, বাড়ি, ফ্ল্যাট, ভবন, স্থাপনার ছাদে, আঙিনায় নানা জাতের বৃক্ষরোপন করে, বারান্দার টবে গাছ লাগিয়ে এ সুযোগ গ্রহণের জন্য নগরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছি।
এ ছাড়া, ২০টি প্রধান সড়কের মিডিয়ানে বিভিন্ন জাতের বৃক্ষরোপন করে ঢাকাকে একটি দৃষ্টিনন্দন লুক দেওয়ার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সে অনুযায়ী কাজ এগিয়ে যাচ্ছে। আগামী বর্ষা মৌসুমে নগরবাসী সবুজ বৃক্ষশোভিত নতুন ঢাকার প্রতিফলন দেখতে পাবেন।
এ ছাড়া মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের সড়ক মিডিয়ান সাজানোর জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
মেয়র আরো জানান, ইতোমধ্যে রাজধানীর বেইলি রোড, পান্থপথ, বসুন্ধরা সিটি, ধানমন্ডি ল্যাবএইড, শাহবাগ, সোবহানবাগ, কমলাপুরসহ নানা এলাকায় নবনির্মিত ফুটওভার ব্রিজ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আরো ১৬টি ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।