বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক ১ নং ওয়ার্ডে মিজমিজি তেরামার্কেট ও থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের বাড়ির সামনে নাসিক নির্বাচনে সম্ভাব্য ২ কাউন্সিলর প্রার্থীর ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সাটানো ১০/১৫ টি ব্যনার ফেষ্টুন রাতে আধারের ভাংচুর ও ছিড়ে ফেলেছে র্দূবৃত্তরা। বুধবার সকালে এলাকাবাসী ব্যানার ও ফেষ্টুন গুলো ভাংচুরও মাটি পড়া দেখতে পান। তবে এলাকাবাসী জানান, এ নেক্কার জনক কাজ যারা করেছে আমরা ওয়ার্ড বাসী তাদের ভোট দেবনান। পাশাপাশি তাদের চিহ্নিত করে এখন থেকেই বয়কট করা হবে।
এ ব্যাপারের কাউন্সিল প্রার্থী ইসলাম জানান, নাসিক ১ নং ওয়ার্ড বাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো কয়েকটি ব্যানার ও ফেষ্টুন রাতের আধারের র্দুবৃত্তরা ভাংচুর ও ছিড়ে ফেলেছে। আমার মনে হচ্ছে প্রতিপক্ষরা প্রার্থীর লোক জন এ নেক্কার জনক কাজটি করেছে। এতে ওয়ার্ডবাসি এখন থেকেই দেখতে পাচ্ছে ওসমব প্রাথীরা কাউন্সিলর হলে এলাকায় ত্রাসের রাজত্ত্ব কায়েম হবে।
অপর প্রার্থী আনোয়ার হোসেন জানান, ব্যানার ফেষ্টুন ভাংচুর করে কি মানুষের হৃদয় থেকে আমাকে মুছে ফেলা যাবেনা। ব্যানার ফেষ্টুন ভাংচুর করলেকি নির্বাচানে জয় হতে পারবেন। যারা এ জগন্য কাজ করেছে তাদের লজ্জা হওয়া উচিত। নির্বাচন না আসতেই ব্যানার ফেষ্টুন ভাংচুর করে ওয়ার্ডবাসীর মনে আতংঙ্ক ছড়িয়ে নির্বাচন থেকে দুরে রাখতে প্রতিপক্ষ প্রার্থীরা এ কাজ করতে পারে।
এদিকে এলাকাবাসী জানান, নাসিক ১ ওয়ার্ডে নির্বাচনের শুভেচ্ছা জানিয়ে অনেকেই ব্যানার ফেষ্টুন করেছে। এদের মধ্যে ইসলাম ও আনোয়ার হোসেনর ১০/১৫ টি ব্যানার ফেষ্টুন মঙ্গলবার রাতে কে বা কহারা ভাংচুর ও ছিড়ে ফেলে। এ নেক্কার জনক কাজ যারা করেছে আমরা ওয়ার্ডবাসী তাদের ভোট দেবনা । পাশাপাশি তাদের চিহ্নিত করে এখন থেকেই বয়কট করা হবে।