১৮ নং ওয়ার্ডের ১০নং শীতলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তাটির বেহাল দশা।। দেখেও না দেখার ভান কাউন্সিলর মুন্নার
নারায়ণগঞ্জ, বিজয় বার্তা ২৪
সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের ১০নং শীতলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তাটির বেহাল দশা। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীসহ এলাকার লোকজনের দূর্ভোগ চরম আকার ধারন করেছে। অথচ মাত্র এই স্কুল ও রাস্তাটির মাত্র ২গজ দূরেই রয়েছে স্থানীয় কাউন্সিলর কামরুল হাসান মুন্নার কার্যালয়। সব দেখেও যেন না দেখার ভান ধরে বসে আসেন তিনি।
এ বিষয়ে ভুক্তভোগী এলাকার লোকজন বিজয় বার্তা ২৪ কে জানান , দীর্ঘদিন যাবৎ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের ১০নং শীতলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তাটির বেহাল দশা। প্রতিনিয়তই এই রাস্তাটির কারনে দূর্ঘটনা ঘটছে। স্কুলের ছাত্র ছাত্রীরা প্রায়ই এই রাস্তাটির কারনে পড়ে মারাত্মকভাবে ব্যাথা পাচ্ছে।
তারা আরো জানান, রাস্তাটি মেরামত বিষয়ে কাউন্সিলর মুন্নাকে বারবার বলা হলেও তিনি কোন ব্যবস্থা নিচ্ছেন না। অথচ তার কার্যালয়ের সামনেই এই রাস্তাটি। বিগত কয়েকদিন আগে মাননীয় সাংসদ সেলিম ওসমান ১৮ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য কয়েক কোটি টাকা অনুদান দিয়ে গেছেন। এই টাকা গেলো কোথায়? শুধু এই রাস্তাটি নয় কয়েক বছর যাবৎ ১৮ নং ওয়ার্ডের অনেক রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু কাউন্সিলর মুন্না বাসার সামনের রাস্তাটি খুবই মজবুত ভাবে তৈরি করা হয়েছে। কাউন্সিলর মুন্নার বাড়ির সামনে চারদিকে লাইটিং আর কার্পেট বিছানো রাস্তা দেখে মনে হয় তিনি যেন তার জন্য গুলশান ধানমন্ডি তৈরি করেছেন। আর এদিকে ১৮ নং ওয়ার্ডের সাধারণ জনগনের জন্য কোন প্রকার ব্যবস্থা নেই বলেই চলে।
ভুক্তভোগী স্কুলের ছাত্র ছাত্রীসহ স্থানীয়রা রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য কাউন্সিলর মুন্নার সু নজর কামনা করেছেন।
এ বিষয়ে কাউন্সিলর মুন্না’র মোবাইল নাম্বারে (০১৭১১৫৩৪৯৭০) ফোন দিলে তার মেবাইল নাম্বারটি দুইবার ব্যস্ত পাওয়া যায়।