বিজয় বার্তা ২৪ ডট কম
সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনা গন টিকা প্রদান কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের আদর্শ বালিকা স্কুল টিকাদান কেন্দ্রে সকাল থেকেই মানুষের ভীড় দেখা গেছে। এই কেন্দ্রে ৬০৮ জনের টিকার নিবন্ধন করে টিকা প্রদান করা হচ্ছে। এই কেন্দ্রে সকালে গন টিকা প্রদান কার্যক্রম ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু উদ্বোধন করেন। সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলে এই টিকা প্রদান কার্যক্রম। একদিন চলার পর আবার ১৪ আগস্ট গণটিকা প্রদান কার্যক্রম শুরু হবে।
আব্দুল করিম বাবু বলেন, মহামারী থেকে জনগনকে সুরক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী গন টিকার ব্যবস্থা করেছেন। সেজন্য তাকে ধন্যবাদ জানাই। সকাল থেকেই মানুষ আগ্রহ নিয়ে টিকা গ্রহনে অংশগ্রহন করছেন। এইসব কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই টিকা গ্রহণ করা যাবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে একটি করে কেন্দ্র এবং পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আরও ৪৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রথম দিন গণটিকা কার্যক্রম পরিচালনা মতো পর্যাপ্ত টিকা জেলায় মজুদ রয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় মর্ডানার টিকা দেওয়া হচ্ছে। এছাড়া উপজেলা অর্থ্যাৎ ইউনিয়ন পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। একই সাথে হাসপাতাল কেন্দ্রগুলোতেও টিকাদান কার্যক্রম নিয়মিতভাবে চলবে।