বিজয় বার্তা ২৪ ডট কম
করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডে গণটিকা দান কর্মসূচির দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। মানুষ স্বতস্ফূর্তভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে এই কেন্দ্রে টিকা গ্রহন করছেন। বিকেল ৪ টা পর্যন্ত মোট ৬০০ জনকে এই টিকা প্রদান করা হবে।
গণটিকার আওতার নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন ২৭ টি ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদের ৩৯টি কেন্দ্রে মোট ৭২ হাজার লোককে এই টিকা প্রদান করা হবে। এই টিকার কার্যক্রম তিন দিন চলবে। প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ৬০০ জন করে টিকা প্রদান করা হবে। টানা তিন দিনে এই ওয়ার্ডে মোট ১৮’শ জনকে ২য় ডোজ প্রদান করা হবে।
এ বিষয়ে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, এই গনটিকার ২য় ডোজের ব্যবস্থা করায় আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ২য় ডোজ শুধুমাত্র তারাই নিতে পারবে যারা গতমাসে প্রথম ডোজ নিয়েছেন। মানুষ শান্তিপূর্নভাবে টিকা গ্রহন করতে আসছেন। টিকা নেওয়ার সময় অবশ্যই টিকার কার্ড সাথে করে নিয়ে আসতে হবে না হলে টিকা দেওয়া হবে না।