বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আ্ওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন ,আমি আওয়ামীলীগ এর মনোনয়ন পত্র পাই আর না পাই আমার কোন দুঃখ নেই কিন্ত তৃণমূল নেতৃবৃন্দ আমাকে যে তাদের যোগ্য সম্মান দিয়েছেন তাতেই খুশি। আর আমি যদি সিটি কর্পোরেশন নির্বাচন করি আর পাশ করি তাহলে অবশ্যই আমার তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করবো।
সোমবার বিকেলে দেওভোগ লক্ষীনারায়ণ আখড়া বালিকা সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে নারায়ণগঞ্জ ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রী। আমি রাজনীতি করি ৪৫ বছর ধরে । যখন আমি ক্লাস দশম শ্রেণিতে পড়ি তখনই আমি বঙ্গবন্ধুর কথা শুনি ও তাকে দেখার জন্য ইচ্ছে পোষণ করি। সে সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ভাষণ দিবে জেনে তখন আমি বড় ভাইদের সাথে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে যাই। বঙ্গবন্ধুর ভাষণ ও তার পোষাক এবং মানুষের প্রতি ভালবাসা দেখে আমি তার ভক্ত হয়ে গেছি। বঙ্গবন্ধুর দেশের মানুষের জন্য সেই ভাষণ আজও আমি শুনতে পাই। আমি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গের হত্যার প্রতিবাদে রাস্তায় নামে আন্দোলন সংগ্রাম করেছি তখন আমি ছাত্র রাজনীতি করতাম। আমি আজও আওয়ামীলীগ তথা সাধারণ মানুষের জন্য রাজনীতি করছি। কোন লোপ লালসার রাজনীতি করি নাই। আমি সামান্য একটি ইনসুরেন্স কোম্পানিতে চাকুরী করে জীবনযাপন করছি। কোন দিন অন্যায়ের সাথে আপোষ করি নাই আর করবো না। আর যত দিন বেঁচে আছি ততদিন যেন আওয়ামীলীগ ও সাধারণ মানুষের জন্য কিছু করে যেতে পারি। আমার শিষ্য শামীম ওসমান আমাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার জন্য বলেন। আর নাসিক ২৭টি ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মীদের নিয়ে তাদের মতামত বৃদ্ধিতে আমাকে নির্বাচিত করেছেন।
নারায়ণগঞ্জ নাসিক ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম পারভেজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি এড. খোকন সাহা, সহ সভাপতি গোপিনাথ সাহা, রোকন উদ্দিন, মাসুদুর রহমান খসরু, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জি. এম আরাফাত, সদস্য সাখওয়াত হোসেন সুমন, মহানগর সেচছাসেবকলীগ সভাপতি নাজমুল আলম সজল ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মনিরুজজামান মনির, মহিলা কাউন্সিলর শারমিন হাবিবা বিন্নি, সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আলি হাসান সজিব, শেখ রায়হান, যুবলীগ নেতা মাহবুবুর রহমান চঞ্চল প্রমুখ।