বিজয় বার্তা ২৪ ডট কম
আজ ০৭ আগষ্ট ২০২১,শনিবার। টিম খোরশেদ ২৪৭,২৪৮ ও ২৪৯ তম করোনা আক্রান্ত মৃতদেহ দাফন সম্পূর্ণ করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ী নিবাসী আশরাফ আলী (৬৫) করোনা আক্রান্ত হয়ে নারায়নগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮ঃ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন।মরহুমের পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে মাসদাইর কবরাস্তানে এনে গোসল ও জানাযা শেষে পাঠানটুলী কবরাস্তানে দাফন সম্পূর্ণ করেন।
কুমিল্লা জেলার দাউদকান্দি নিবাসী রেনু মিয়া (৬৫) ঢাকার পদ্মা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ দুপুর ২ টায় ইন্তকাল করেন। মরহুমের পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা মরদেহ মাসদাইর কবরাস্তানে এনে গোসল ও জানাযা শেষে দাফনের উদ্দেশ্যে দাউদকান্দি প্রেরণ করেছেন।
অন্যদিকে কুমিল্লা নিবাসী মোমেনা বেগম (৫৫) করোনা আক্রান্ত হয়ে নারায়নগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১.৩০ মিনিটে ইন্তেকাল করেন। মরহুমের পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে মাসদাইর কবরাস্তানে এনে গোসল ও জানাযা সম্পূর্ণ করে দাফনের জন্য কুমিল্লায় রওনা হয়েছেন।
টিমে ছিলেন আরিফুজ্জামান হীরা, আনোয়ার মাহমুদ হীরা, রোজিনা আক্তার, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মোঃ শহীদ ও রফিক হাওলাদার ও নাঈম মোল্লা।