বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৩৯ লাখ ৭৩ হাজার টাকা অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এছাড়াও তিনি খানপুর এলাকায় ৪টি স্পটে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট কানেকশন এবং রাস্তার এলইডি লাইট প্রকল্পের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের ডন চেম্বার এলাকার ফিলোসফিয়া স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনার পূর্বে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন।
আলোচনা সভার প্রধান অতিথি সেলিম ওসমান বলেন, আমি বলেছিলাম এসে ১০/১২ জনকে নিয়ে এলাকায় উন্নয়ন কাজের টাকা দিয়ে যাবো কিন্তু এখানে এসে দেখি অনেক মানুষ, সাংবাদিক। এটাই আমার সার্থকতা। আমার কোন দল নেই, আমি যেখানে যাই সেখানেই সকল দলের মানুষ এসে উপস্থিত হয়।
তিনি বলেন, আপনাদের করতালি আমি চাইনা, কিন্তু ক্ষমতা গেলে আমি বুঝতে পারবো আমি কি করেছি। তখন আমাকে মানুষ মনে রাখে কিনা, আমাকে তালি দেয় কিনা তা দেখে আমি বুঝতে পারবো আমি সার্থক কিনা। এখানে এত মানুষ দেখে আমার মনে হচ্ছে শকু আমাকে নির্বাচনী কাজে ব্যবহার করছে, কারন সামনে নির্বাচন। তবে আমি এতটুকু বলতে পারি, শকু আমার কাছে আসার পর আমি তাকে কিছু শর্ত দিয়েছিলাম, সেগুলো হলো মানুষের গোলামি করা এবং খেদমত করা। শকু সেগুলি মেনেছে। অনেকেই তো বয়সকালে কত অন্যায় করে, আমিও করেছি। শকুকে আপনারা ক্ষমা করে দিবেন। আপনাদের সকলকে এখানে বসিয়ে রেখে শকু কষ্ট দিয়েছে, মাফটা আমাকে করে দিয়েন।
সেলিম ওসমান বলেন, আমি এতটুকু বলতে পারি, সামনে নির্বাচনে শকু যা চেয়েছে তারচেয়ে ভালো কিছু হবে কারন আমি শকুকে ভালোবাসি। আর আমার দোয়া যার উপর থাকে তার ভালোই হয়। এদিকে উন্নয়ন কম হয় কারন যেখানে ভোট কম সেখানে উন্নয়নও কম হয়। আমাদের মেয়র করেনাতো কি হয়েছে আমাদের হাতেম তো আছে। রাস্তা হাতেম করে দিবে, রাস্তায় আর কোন কাঁদা থাকবেনা।
সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলে তিনি বলেন, এটা আমার এলাকা। যদিও এখানকার সাংসদ আমার ছোট ভাই, পরবর্তী একদিন আমি তাকে নিয়ে আসবো। আপনারা যা লাগে বলবেন, আমরা দুজন মিলে সব সমাধান করে দিব।
পরে সাংসদ সেলিম ওসমান স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম শকুর হাতে এলাকায় মসজিদ নির্মাণের জন্য ১৭ লাখ টাকা, ফ্রী ওয়াই ফাইয়ের জন্য ১ লক্ষ ৯৭ হাজার টাকা, রাস্তায় এলইডি বাতির জন্য ১৪ লাখ টাকা, এলাকায় সাবমারসিবল পাম্পের জন্য ৬ লাখ টাকা, খেলাধুলার জন্য ৭৪ হাজার টাকা অনুদান চেক প্রদান করেন।
তরুণদের জন্য ফ্রী ওয়াইফাই জোন হিসেবে চারটি স্থান এসময় নির্ধারণ করে দেয়া হয়। উত্তর চাষাঢ়া, ডন চেম্বার, বাগে জান্নাত ও খানপুর চিন্ড্রেন পার্কের সামনে এই ওয়াইফাই পাওয়া যাবে।
অনুষ্ঠানের শুরুতে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আমার জীবনকে পরিবর্তন করেছেন সেলিম ওসমান। আমাদের জন্য উনি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। উনার শর্ত মেনে আমি ভালো হয়েছি। চার পাঁচদিনের মধ্যে ১২ নং ওয়ার্ড আলোয় ভরে যাবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সাবেক সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হক, বিকেএমইএর সাবেক সহ সভাপতি হাতেম, সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার কাজল, স্থানীয় কাউন্সিলর শওকত হাসেন শকু, তার সহধর্মিনী দিপা হাসেম, সাবেক কাউন্সিলর আজহারুল ইসলাম, বাজে জান্নাত পঞ্চায়েত কমিটির সভাপতি হারুনুর রশিদ বাবু প্রমুখ।