স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রবিবার ১০ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের উপকরণ। মাঠেও নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় রবিবার সাধারণ ছুটি।
ইসি সূত্রে জানা গেছে, রবিবার ব্রাহ্মবাড়িয়া, কবিরহাট, সোনাগাজী, চকরিয়া, মহেশখালী, হারাগাছ, কালীগঞ্জ, ঝালকাঠী, ভাংগা ও নাংগলকোটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৭০১ জন। নির্বাচনে মোট ৫টি দল অংশ নিয়েছে। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মেয়র পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ১০৭ জন ও সাধারণ সদস্য কাউন্সিলর পদে মোট ৩৩৯ জন প্রার্থী রয়েছেন।
নির্বাচনে মোট ১৭৪টি কেন্দ্রের ১ হাজার ৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতি কেন্দ্রে পুলিশ, আনসারের ১৯ থেকে ২০ জন সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতি পৌরসভায় এপিবিএন ও ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে ১টি করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স এবং র্যাব ও বিজিবি’র মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে।