বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের (নাসিক) ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ী এলাকার ১০কোটি ৫০লক্ষ টাকার রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ী এলাকার রোডটি খালের পুর্ব থেকে পশ্চিমদিক পর্যন্ত পাশে ৩০ফুট ও ২.৩ কিলোমিটার রাস্তা ও ড্রেনটির ১০কোটি ৫০লক্ষ টাকার এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন ও উন্নয়ন কাজের সফলতা কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া কামনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে কাউন্সিলর হাজী ওমর ফারুক বলেন রাস্তা ও ড্রেন নির্মান কাজে আপনারা সহযোগিতা করবেন। আপনারা আপনাদের নিজ উদ্যোগে আপনাদের স্থাপনা সড়িয়ে দিবেন। রাস্তা ও ড্রেন নির্মান কাজ যেন ভালো ভাবে হয় সেই দিকে খেয়াল রাখবেন। ঠিকাদাররা যদি কাজে কোন গাফলতী করে আপনারা আমাকে জানাবেন। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সব সময় সেবা করাতে পারি। এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মজিবুর রহমান, নাসিক ১নং ওর্য়াড কাউন্সিলর হাজী ওমর ফারুক, ১,২,৩ নং ওর্য়াডে সংরক্ষি নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আনোয়ার ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: আবু কাশেম, মো: সালাউদ্দিন, মো: রহমত উল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ, মোতাহার হোসেন (মনা) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।