স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈলে হোমিও চিকিৎসক সানাউল্লাহকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
আইএসের সহযোগী সংবাদ সংস্থা ‘আমাক’র এক বিবৃতিতে এ দায় স্বীকার করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গিদের পর্যবেক্ষণ সাইট ইন্টিলিজেন্স গ্রুপ খবর দিয়েছে। এতে আরবি ভাষায় বলা হয়েছে, ‘বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ায় খ্রিস্টধর্ম প্রচার করেন এমন এক চিকিৎসককে হত্যা করেছে ইসলামিক স্টেটের যোদ্ধারা।’
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বটতৈল ইউনিয়নের শিশিরপাড়া মাঠ এলাকায় হামলার শিকার হন হোমিওপ্যাথিক চিকিৎসক মীর সানাউর রহমান ও তার বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান।
কুষ্টিয়া সদরে বিআরবি ক্যাবলসের সামনে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সানাউরের মৃত্যু হয়। সানাউরের বাসা কুষ্টিয়া শহরের মজমপুরে। শিশিরপাড়া মাঠ এলাকায় এক বাংলো বাড়িতে প্রতি শুক্রবার গরীব রোগীদের বিনা খরচে চিকিৎসা দিতেন তিনি।