বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের মধ্য হাজীপুর বাইতুল আলম জামে মসজিদের প্রবেশ পথের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিটি দীর্ঘ দিন ধরেই স্থানান্তর করা যাচ্ছেনা। এটি অপসারণের জন্য বন্দর পল্লী বিদ্যুত সমিতির কর্তা ব্যাক্তিদের একাধিকবার অবহিত করার পরও তারা বিষয়টি কোন আমলে নিচ্ছেনা। এমনকি তাদের পরামর্শ অনুযায়ী গত বছরের ২৮ ডিসেম্বর দেড় হাজার টাকার একটি আবেদনের সমীক্ষা রিসিট কাটা হলেও অদ্যবধি খুঁটি অপসারণের কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা। যে কারণে উক্ত মসজিদে আগত মুসল্লীদেরকে মসজিদে প্রবেশে নিদারুন কষ্ট ভোগ করতে হচ্ছে। এ ঘটনাকে ঘিরে গোটা মধ্য হাজীপুর এলাকায় ক্ষোভ দানা বাঁধতে শুরু করছে। এ ব্যাপারে মসজিদ কমিটির মোঃ আমানউল্লাহ মেম্বারের সঙ্গে আলাপকালে তিনি জানান,মসজিদের এই সমস্যাটি দীর্ঘ দিনের পল্লী বিদ্যুত সমিতির এমন কোন কর্মকর্তা নেই যাদেরকে এই খুটির কথা বলা হয়নি। তাদেরকে অনেক অনুরোধ আবেদন নিবেদন স্বত্ত্বেও তারা বিষয়টিকে আমলে নিচ্ছেনা। তাদের চরম গাফিলতির কারণে এলাকার শত শত মুসল্লী ক্ষুদ্ধ হয়ে উঠেছে। এ অবস্থা হতে পরিত্রাণ পেতে এলাকার সর্বস্তরের মুসল্লীরা বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের আশু হস্তক্ষেপ কামনা করছে।