বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সদর মডেল থানা এলাকায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী টিটু (৩৭)’কে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত টিটু (৩৭) ফতুল্লার তল্লা সুপারীবাগ এলাকার হাসমতের ছেলে।
রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর অনাবিল ইমাম।
তিনি জানান, রবিবার (১১ফেব্রুয়ারি) জেলার সদর মডেল থানাধীন হাজীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীটিটু(৩৭)কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে হত্যার পর আসামী আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায় এবং পলাতক থাকে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীরবিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী টিটুকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামী টিটু(৩৭)’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।