বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকার বিদ্যুৎ মিস্ত্রি হৃদয় হত্যা মামলা তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।
গ্রেফতারকৃতরা হলেন ফতুল্লার পশ্চিম হাজীগঞ্জ বন্যাপাড়া সুমনের বাড়ির ভাড়াটিয়া আব্দুল করিমের ভাড়াটিয়া পারভেজ ওরফে জামাই পারভেজ, পশ্চিম হাজিগঞ্জ ওয়াবদারপুলের আব্দুল আলীমের ছেলে মাহাবুব, হাজিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উচা বাড়ির সামাদের ছেলে দুলাল।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে জামাই পারভেজসহ দুলালকে গ্রেফতার করা হয়।
অপরদিকে র্যাব-১১’র সদস্যরা অভিযান পরিচালনা করে মাহাবুব নামে এক আসামিকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে।
গত রোববার জুন দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ হাজিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিদ্যুৎ মিস্ত্রি হৃদয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
সোমবার নিহতের ভাই রনি বাদী হয়ে পারভেজ ওরফে জামাই পারভেজ, সেকান্দার মাহাবুব দুলাল মো. রাহাতের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। নিহত হৃদয় হাজিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উচা বাড়ির খোকন মিয়ার ছেলে।