বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে আনোয়ার ইসলাম বাবু (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৭ টায় ফতুল্লা থানাধীন হাজীগঞ্জে স্থানীয় মাদক ব্যবাসায়ীদের হামলায় খুনের ঘটনা ঘটে।
হামলায় নিহত আনোয়ার ইসলাম বাবু ফতুল্লা থানাধীন হাজীগঞ্জের আজিজ হাওলাদারের ছেলে।
সরেজমিনে জানা যায়, ডাকাত মাষ্টার দেলুর সহযোগী নিহত বাবুর সাথে স্থানীয় মাদক ব্যবসায়ীদের একটি চলে বিরোধ আসছিল। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।শুক্রবার রাত সাড়ে ৭ টায় হাজীগঞ্জ পেপার মিল এলাকায় একটি দোকানের সামনে বাবু ও স্থানীয় মাদক ব্যবসায়ীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এমন সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনস্থলেই বাবু নিহত হন। পরে স্থানীয় জনতা ঘটনাস্থলে চলে আসায় তারা পালিয়ে যায়। এরপর বাবুকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সরফুদ্দিন আহমেদ জানান, হাজীগঞ্জে বাবু নামে একজন প্রতিপক্ষের হামলায় খুন হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। হত্যাকারীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।