হবিগঞ্জ,বিজয় বার্তা ২৪
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুনদ্রাটিকি গ্রামে চার স্কুলছাত্র হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত ২ জনকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এরা হলেন- একই গ্রামের আবদুল আলী (৫৫) ও তার ছেলে জুয়েল (২৫)।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ।
প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন লোক মাটি কাটতে গিয়ে ওই শিশুদের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে একই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাঈল হোসেনের (১০) লাশ উদ্ধার করে। পরে সন্দেহভাজন ওই ২ জনকে গ্রেফতার করা হয়।
নিখোঁজ শিশুরা শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের মাঠে খেলা করতে যায়। সন্ধ্যার পরও বাড়িতে না ফিরলে তাদের খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনরা। কোথাও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই মাইকযোগে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।