স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিখোঁজ ৪ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণীর ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণীর ছাত্র তাজেল মিয়া (১০) এবং সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে ৩ জন সম্পর্কে আপন চাচাতো ভাই।
বুধবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বাহুবলের সুন্দ্রাটিকি এলাকায় বাড়ির পাশ থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। শুক্রবার থেকে এই চার শিশু নিখোঁজ ছিলো।