বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ নগরীর ফুটপাত থেকে উচ্ছেদকৃত হকারদের পুনরায় বসানোকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থক, হকার ও সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন ও সাংবাদিক সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষ রোধ করতে পুলিশ এসময় প্রায় তিন’শ রাউন্ড ফাকা গুলি ও বেশ কিছু টিয়ারসেল ছোঁড়ে। মঙ্গলবার বিকেল চারটা থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের ২ নং রেল গেইট এলাকা থেকে চাষাঢ়া এলাকা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টা ব্যাপী চলে এই সংঘর্ষ। এসময় নগরীর চাষাঢ়া থেকে দুই নং রেল গেইট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় নারায়ণগঞ্জে নগরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
বিকেল চারটার দিকে মেয়র আইভী নগর ভবন থেকে বের হয়ে নগরীর বঙ্গবন্ধু রোডের ফুটপাত দিকে হাঁটতে শুরু করেন। এসময় তার সাথে সিটি করপোরেশনরে কর্মকর্তা কর্মচারী ও বেশ কিছু সমর্থক তার সাথে থাকেন। পুলিশ ও তাদের সাথে থাকে। এক পর্যায়ে আইভীর সমর্থকরা ফুটপাতে হকারদের বসতে নিষেধ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে চাষাঢ়া এলাকায় শামীম ওসমান সমর্থকরা হকরাদের সাথে যোগ দেয়।
সংঘর্ষের এক পর্যায়ে হকার ও শামীর ওসমান সমর্থকদের হামলার মুখে মেয়র আইভী বঙ্গবন্ধু সড়কে অনড় অবস্থান করে। এসময় তার মেয়র আইভীকে ঘিরে রাখে তার সমর্থিত লোকজন। পরে হকারদের সমর্থনে সংসদ সদস্য শামীম ওসমান রাজ পথে নেমে এসে হকারদের পক্ষ নিয়ে বঙ্গবন্ধু সড়কে অবস্থান করে। এসময় আইভী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অবস্থান নেন। সংঘর্ষের পরে পুলিশ এক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর থেকে এখনো নারায়ণগঞ্জে উত্তেজনা বিরাজ করছে।
পরে সংসদ শামীম ওসমান ও মেয়র আইভী সাংবাদিকদের কাছে পৃথকভাবে পাল্টাপাল্টি বক্তব্য রাখেন।