নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও না:গঞ্জ লিংক রোডে উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ (সওজ) কর্তৃপক্ষ। বুধবার সকাল ৯টা থেকে সড়ক ও জনপথ (সওজ) নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে সামছ উদ্দিন আহাম্মদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড বাস ষ্টান্ড এলাকায় এ অভিযান চালায়।
এসময় ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে এবং লিংক রোডের মোড়ে অবৈধভাবে গড়ে উঠা সকল প্রকার দোকানপাট ও অবৈধ স্থাপনা বুল্ডোজার ও বেকু দিয়ে ঘুরিয়ে দেয়া হয়েছে। এছাড়াও সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রীজ পর্যন্ত মহাসড়কের পাশে সকল অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সড়িয়ে নেয়ার জন্য সওজ কর্তৃপক্ষ নোটিশ করেছে বলেও জানা গেছে।
অপরদিকে মহাসড়কের পাশে অবস্থানকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, সরকার সারাদেশের মহাসড়ক থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য নির্দেশ দিয়েছে আমার এ উদ্যোগকে সাধুবাধ জানাই। কিন্তু আমাদেরকে বিনা নোটিশে মালামাল সড়ানোর কোন সুযোগ না দিয়ে দোকানপাট উচ্ছেদ করেছে। এ কারনে আমাদের বিপুল পরিমান ক্ষতি সাধন হয়েছে। এখানে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করে তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে। আমাদেরকে পূর্নবাসন করে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের নিকট আকুল আবেদন করছি।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে সামছ উদ্দিন আহাম্মদ জানায়, উচ্ছেদের পূর্বেই আমরা প্রত্যেককে তাদের দোকানপাট ও অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য নোটিশ করার পর অভিযান চালিয়েছি। আগামী দিনেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।